Fiverr Gig Ranking Factor 2022 (পর্ব - ০৪)

 Fiverr Gig Ranking Factor 2022 (পর্ব - ০৪)


আবারো সুস্বাগত! চলছে Fiverr Gig Ranking Factor 2022 নিয়ে লেখা টিপস আর্টিকেলের চতুর্থ পর্ব। আশা করে সাথে থেকে জানবেন কিভাবে নিজের নিউ গিগটিকে গুগলের প্রথম পেইজে নিয়ে আমা যায়। 

fiverr gig ranking formula, fiverr ranking algorithm 2022, fiverr ranking algorithm, fiverr ranking system, gig ranking system fiverr gig ranking hack.jpg

এক্টিভিটি অব সেলার 

এই পয়েন্ট কথা বলার আগে জানিয়ে রাখা ভালো Fiverr যে সেলার রেগুলার কাজ করে তাকে পছন্দ করে। যে সেলার ঘন ঘন লিভ নেয় তাকে পছন্দ করে না। 


সুতরাং চেষ্টা করতে হবে রেগুলার কাজ করার। “Out of Office” বলে একটা অপশন আছে, লম্বা সময়ের জন্য কোন ছুটি লাগলে সেটা অন করার জন্য Fiverr আপনাকে বলবে। কিন্তু এর থেকে আত্মঘাতী সিদ্ধান্ত আর হতে পারে না। 


মনে রাখবেন এটা চালু করলে, আপনার গিগের রাঙ্ক হারাতে পারে। এমনকি সেই গিগ আর নাও ভাল করতে পারে। 


তবে সব থেকে ভাল হয় গিগের ডেলিভারি টাইম বাড়িয়ে দিলে। এপস এর মাধ্যমে বায়ারের সাথে যোগাযোগ করবেন। আশা করা যায় আপনার গিগের কোন ক্ষতি হবে না বা কোনোরকমের সমস্যায় পড়তে হবে না আপনাকে।


সেলার লেভেল

আপনি জানেন কি গিগ ব্যাঙ্কিং এ সেলারের লেভেল নিয়ে কিঞ্চিত বিতর্ক আছে? যদিও Fiverr বলে যে একজন নতুন সেলারের থেকে লেভেল-২ সেলার ৪ গুনেরও বেশি ট্রাফিক পায়। 


তবে সত্যটা হচ্ছে অনেক সময় দেখা যায় একজন টপ রেটেড সেলারও নতুন গিগ দেয়ার পরেও গিগে অর্ডার পাচ্ছে না। মজার ব্যাপার হচ্ছে লেভেল পাবার পরে, অনেকের অর্ডার কম পাবার অভিজ্ঞতা হতে পারে। 


সুতরাং বোঝাই যাচ্ছে লেভেল পাবার পরে গিগের রাঙ্কিং কিছুটা ডাউন হয়। যেমন আমি টপ রেটেড ব্যাজ পাবার পরে অনেকের সেল প্রায় ৫০% কমে গেছে। তবে এটা সাময়িক এবং কিছু দিন পরে আবার অর্ডার আসা স্বাভাবিক হয়ে যায়। 


ফেবারিট এক্টিভিটি 

একটু খেয়াল করলে দেখবেন আপনার গিগের উপরে ডানদিকে একটা বাটন দেখতে পাবেন যেখানে কত জন আপনার গিগ ফেভারিট করেছে তা উল্লেখ থাকে। 


বলে রাখা ভালো যত বেশি পরিমান ফেভারিট থাকবে ততই গিগের জন্য ভাল। তবে এটা এমন নয় যে আপনার গিগে অনেক ফেভারিট থাকলেই গিগ ভাল করবে। 


তবে বর্তমানে মুলত যেটা হয় বিভিন্ন গ্রুপ আছে যেখানে সেলারেরা নিজেদের মধ্যে ফেভারিট আদান প্রদান করে। মনে রাখতে হবে এসব করে কোন লাভ নেই। 


উপরন্তু বেশি বেশি সেলার ফেভারিট করলে সেটা Fiverr মুলত স্পাম হিসাবে ধরে এবং এটা গিগের জন্য ক্ষতিকর। তবে বেশি বেশি বায়ার প্রোফাইল থেকে গিগ ফেভারিট হলে গিগের জন্য ভাল। 


সুতরাং আপনার কাজ হবে এসবের দিকে না তাকিয়ে গিগকে খুব আকর্ষণীয় হিসাবে প্রস্তুত করতে হবে। গিগে অডিও ভিডিও এড করতে হবে। তাহলে এমনিতেই গিগ অনেকের ফেবারিট হতে থাকবে।


অথোরিটি

অথোরিটি হলো Fiverr Gig Ranking Factor এর খুবই গুরুত্বপূর্ণ রাঙ্কিং একটা ফ্যাক্টর। যে গিগ যত বেশি সময় ধরে Fiverr এ থাকবে এবং ভাল সার্ভিস দেবে, সেটা তত ভাল করতে থাকবে।


মূলত Fiverr দেখে কোন গিগ কত দিন ধরে সার্ভিস দিচ্ছে এবং টোটাল অর্ডারের সংখ্যা কত এবং টোটাল ভেলু কত। এটাকেই আমরা অথোরিটি বলতে পারি। যে গিগের অথোরিটি যত ভাল সেই গিগ তত ভাল করতে থাকবে।


সেই সাথে প্রোফাইলেরও একটা অথোরিটি থাকে। তারা একটা প্রোফাইলের সব গিগ এবং সেলারের এক্টীভিটীর উপর যাচাই করে এটা নির্ধারণ করে থাকে। দেখবেন যারা অনেক দিন ধরে Fiverr এ কাজ করছে তাদের সেল পেতে খুব একটা সমস্যায় পড়তে হয় না। 


ইতি কথা

আজ এতোটুকুই! কার কেমন লাগলো জানাতে ভুলবেন না কিন্ত! কেননা আপনার একটি কমেন্টই আমাদের নতুন করে লিখতে শেখায়, কথা বুনতে আগ্রহী করে তুলতে! 


পরবর্তী পর্ব পড়তে এখানে ক্লিক করুন।

*

Post a Comment (0)
Previous Post Next Post