Fiverr Gig Ranking Factor 2022 (পর্ব - ০৩)

 Fiverr Gig Ranking Factor 2022 (পর্ব - ০৩)


Fiverr Gig Ranking Factor 2022 সম্পর্কিত আর্টিকেলের আজকের এই তৃতীয় পর্বে চলে আসার জন্য আপনাকে আবারো ধন্যবাদ জানাই। 

fiverr gig ranking formula, fiverr ranking algorithm 2022, fiverr ranking algorithm, fiverr ranking system, gig ranking system fiverr gig ranking hack

আশা করি ভালো আছেন এবং মাইন্ড নিশ্চয় ফ্রেশ আছে! তবে চলুন এই ফ্রেইশ মাইন্ডে আরো কিছু ফাইভার সম্পর্কিত টিপস জেনারেট করা যাক। 


হিডেন এলগরিদম 

আর্টিকেলের শুরুতেই হিডেন এলগোরিদম নিয়ে আলোচনা করব। এটার কোন প্রমান আমার কাছে নেই তবে কয়েকটা সুত্র থেকে আচ করতে পেরেছি। সেটা হচ্ছে ফাইভার এ-আই ইন্টিলিজেন্টস দিয়ে তাদের নিজস্ব একটা হিডেন এলগোরিদম চালু করেছে, সেটা হচ্ছে কোন সেলার প্রচুর সেল করে এবং প্রচুর রিভিউ আছে।


যদিও তাদের সার্ভিসের মান খুব একটা প্রফেশনাল না। মোটামুটি ভালো না। তাদের নিয়ম অনুযায়ী স্কোর যদি ৯১% এর নিচে চলে যায় তবে সেই প্রফাইলকে তারা ব্লাক লিস্টেড করে দেয় এবং সেই প্রফাইলের গিগ আর সার্চে কোন মতেই খুজে পাওয়া যায় না। 


আমরা অনেকেই হয়তো ইতিমধ্যেই এমন বেশ কিছু প্রফাইল দেখেছি। সেলারের কাছে কোন ব্যাখা নেই কেন এমন হল। আমার ধারনা যে এটা সম্ভবত সেই ব্লাক লিস্টেডের কারনে হয়েছে। কাজেই আমি বলব আপনার সার্ভিসের মান টপ নচ রাখেন যেন এসবের ধারে কাছে আপনার প্রফাইলকে যেতে দিবেন না প্লিজ।


সার্ভিস রেটিং

মনে রাখবেন আপনার গিগে যদি ভাল রেটিং থাকে তবে সেই গিগ ভাল করবে। কারণ মনে রাখতে হবে বায়ার যখন কোন সেলারকে প্রকাশ্যে রেটিং দেয়, এর পরেও আরও দুইটা রেটিং দেয়। এটা সেলার দেখতে পায় না। 


সেই সাথে রেটিং দেয়ার পরে সেলার কোন কোন ক্যাটাগরিতে ভাল সেটাও সে সিলেক্ট করে দিতে পারে। এগুলো সেলারের গিগ র‍্যাঙ্কিংএ খুব ভাল প্রভাব রাখে। তাই চেষ্টা করতে হবে বায়ারকে পুরাপুরি সন্তুষ্ট রাখতে হবে। 


কোনোভাবেই বায়ারের কাছে ভাল রেটিং বা স্পেসিফিক কোন রেটিং চাওয়া যাবে না এবং কোন ট্রিক্স খাটানো যাবে না। ধরতে পারলে ওয়ার্নিং খাবেন এবং এটি মাথায় ঢুকিয়ে রাখতে হবে। নতুন রুলসে এটা পুরাপুরি নিষেধ। বড়জোর বলা যেতে পারে যে তুমি তোমার স্যাটিসফেকশন লেভেল অনুযায়ী আমার রেটিং দিতে পার এবং আমি এতে অনুপ্রানিত হবো। 


অন টাইম ডেলিভারি

যারা ডেলিভারি টাইমের আগেই অর্ডার ডেলিভারি দেয়ার মতো অভ্যাস গড়ে তুলেছে তাদের Fiverr খুব পছন্দ করে। এই জন্য অবশ্যই নিদিষ্ট সময়ের মধ্যে কাজ ডেলিভারি দিতে হবে। ১২ ঘণ্টা আগে তারা একটা ওয়ার্নিং মেসেজ দেয় কাজ ডেলিভারি দেয়ার। 


মনে রাখতে হবে নিদিষ্ট সময়ের ১২ ঘণ্টা আগে কাজ ডেলিভারি দিলে গিগ আরো ভাল করে। নিদিষ্ট সময়ের মধ্যে কাজ জমা দিতে না পারলে বায়ারকে মেসেজ দেবেন সময় বাড়াবার জন্য। বায়ার সময় বাড়িয়ে দেবে। তবে এটাকে অভ্যসে পরিনত করা যাবে না। 


অভ্যাসে পরিণত হয়ে গেলে পরবর্তীতে আপনার গিগের রাঙ্কিং ক্ষতিগ্রস্থ হবে। ঘন ঘন সময় বাড়ানো লাগলে ভাল হয় গিগের ডেলিভারি টাইম বাড়িয়ে নিতে পারেন। 


পেইড রিভিউ

রিভিউ কেনা বেচার মতো নোংরা বিষয়টা নিয়ে আলোচনা করতে হবে না আশা করি। যদিও নতুনদের সাবধান করার জন্য এটার কথা বলছি। অনেকেই গ্রুপে প্রচার করে বেড়ান যে গিগ দাড় করানোর জন্য রিভিউ কিনতে হবে। 


অথচ বিষয়টা ভুল, ফাইভার কিন্তু নিজেই বলে যে নতুন গিগ দেয়ার পরে আপনার গিগ বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করার জন্য যেন তারা অর্ডার করে। এতে আপনার গিগ ভাল করবে। এটা তো বললাম জেনুইন অর্ডারের কথা। 


এদিকে যারা রিভিউ বিক্রি করে তারা এসবের ধার ধারে না। ফাইভারের AI এখন সহজেই ফেক রিভিউ ধরতে পারে। আর কোন প্রফাইলে যদি ফেক রিভিউ একবার ধরতে পারে তবে সেই প্রফাইলকে তারা ব্লাক লিস্টেড করে ফেলে। সেই প্রফাইলের গিগ আর জিন্দেগীতে দাঁড়ায় না।


সার্ভিস সেলার গিগ ডিলিট করে আবার দেয় কিন্তু কিছুতেই কিছু হয় না। শেষে একাউন্ট ডিলিট করে আবার দেয়। তাই আমি বলব এই বাজে প্র্যাকটিস থেকে বের হয়ে আসার জন্য। সুতরাং এসব চিন্তা বাদ দিয়ে ভাল মত প্রফেশনালি সার্ভিস দেন। 


ইতি কথা

তৃতীয় পর্বে যা যা জানলেন তা থেকে আপনি উপকৃত হতে পেরেছেন কিনা জানাতে ভুলবেন না কিন্তু! আর হ্যাঁ..লিংক চেক করতে ক্লিক করুন এবং সরাসরি চলে যান পরবর্তী পর্বে।

*

Post a Comment (0)
Previous Post Next Post