Fiverr Gig Ranking Factor 2022 (পর্ব - ০৫)

 Fiverr Gig Ranking Factor 2022 (পর্ব - ০৫)

চলে এলাম Fiverr Gig Ranking Factor 2022 টপিকের উপর লেখা ৫ম এবং শেষ পর্ব নিয়ে। আশা করি আগের মতো করেই আপনাদের সাথে পাবো এবং আলোচনা করতে পারবো নিত্য-নতুন টিপস নিয়ে। চলুন তবে দেরি না করে ফাইভার গিগ সম্পর্কিত মূল আলোচনায় যাওয়া যাক। 

fiverr gig ranking formula, fiverr ranking algorithm 2022, fiverr ranking algorithm, fiverr ranking system, gig ranking system fiverr gig ranking hack.jpg

অর্ডার কমপ্লিটেশন রেইট চেক

আপনাকে যদি বায়ার অর্ডার করে সেটা অবশ্যই ভাল ভাবে শেষ করতে হবে। চেষ্টা করতে হবে অর্ডার কান্সেল না করতে। 


আপনাকে সবসময় মাথায় রাখতে হবে যে বেশি বেশি অর্ডার কান্সেল করলে আপনার Order Completion Rate কমে যাবে, গিগের রাঙ্ক চলে যেতে পারে। 


ইভেন অনেক সময়  অর্ডার বেশি বেশি ক্যান্সেল করার কারনে একাউন্ট ব্যান পর্যন্ত হতে পারে। তাই এই ব্যাপারে আপনাকে সাবধান থাকতে হবে। 


সার্ভিস প্রাইসিং 

যে যাই বলুক না কেনো সার্ভিস প্রাইসিং এখন Fiverr Gig Ranking Factor এর অন্যতম বড় ফ্যাক্টর। এক সময় Fiverr ছিল ৫ ডলারের মার্কেপ্লেস, এই বদনাম থেকে বের হবার জন্য তারা আপ্রান চেষ্টা করছে। 


ফলে ফাইভার এখন ৫ ডলারের সেলারদের পছন্দ করে না। তাই যে গিগের সেলিং প্রাইস যত বেশি তত বেশি চান্স থাকে গিগ রাঙ্ক করার। অনেকেই এই টিপস ফলো করে অসংখ্য সেলস জেনারেট করতে পেরেছে এবং পারছে। 


ভেরিফাইড আইডি 

বিভিন্ন নিরাপত্তাজনিত কারণে ইদানীং Fiverr বেশি বেশি আইডি ভেরিফিকেসশন করছে। বিশেষ করে নতুন প্রোফাইলে ভেরিফিকেশন বেশি চাচ্ছে। ভেরিফিকেশন নোটিশ আসার পরে ১৪ দিন সময় দেয় ভেরিফাই করার। 


অনেকেই তাড়াহুড়া করে ভেরিফিকেশন করতে যেয়ে ভুল করেন। পর পর তিন বার ভুল করলে একাউন্ট রেস্ট্রিক্ট করে দেয়। একাউন্ট রেস্ট্রিক্ট হলে, বায়ার কোন অর্ডার প্লেস করতে পারে না। কোন বায়ারের যোগাযোগ করতে পারে না। 


ফলে মেক্সিমাম গিগ গুলো পজ হয়ে থাকে এবং সার্চ থেকে হারিয়ে যায়। পরে সাপোর্টে যোগাযোগ করলে আবার সুযোগ দেয় ভেরিফাই করার। কিন্তু সমস্যা হচ্ছে একাউন্ট একবার রেস্ট্রিক্ট হলে যা ক্ষতি হবার হয়ে যায়। 


যার কারণে আপনার গিগের রাঙ্ক চলে যেতে পারে। একাউন্ট ফেরত পাওয়ার পরে গিগ ডিলিট হয়ে গেছে এমন ঘটনাও আছে। কাজেই এই ব্যাপারে সাবধান হতে হবে। 


হ্যাকিং ইস্যু

বর্তমানের সেলারদের জন্য গজবের মত এটি। অনেক হ্যাকার বায়ার সেজে হ্যাকিং টূলস যুক্ত ফাইল পাঠায়। এছাড়া অনেকেই সন্দেহজনক লিঙ্ক দেয় চেক করার জন্য। 


এগুলোতে ক্লিক করলে আপনার একাউন্ট সাথে সাথে হ্যাক হয়ে যাবে। একাউন্ট হ্যাক হলে ফাইভারকে জানালে তারা একাউন্ট ব্লক করে দেয়। হ্যাক হওয়া একাউন্ট ফেরত পাওয়া খুবই কঠিন এবং অনেক ঝামেলার ব্যাপার। 


আবার একাউন্ট ফেরত পেলেও হ্যাকারেরা সাধারণত গিগ ডিলেট করে দেয়, আর গিগ থাকলেও সবগুলোর র‍্যাঙ্ক চলে যায়। তাই আমি বলব আপনার গিগের অবশ্যই ব্যাকাপ রেখে দেবেন। 


পাশাপাশি পিসিতে অবশ্যই ভাল একটা পেইড এন্টীভাইরাস ইউজ করবে। আমি ESET সাজেস্ট করি। অনেকেই আপনার এন্টিভাইরাস ইউজ করতে নিষেধ কবে, বলবে উইন্ডজ ডীফেন্ডার বেষ্ট। 


ওয়ার্নিং চেক

একটু খেয়াল করলেই দেখবেন ওয়ার্নিং পাওয়া এখন Fiverr সেলারেরদের জন্য রীতিমত আতংকের নাম। কোন কারনে যদি ওয়ার্নিং পান তবে আপনার গিগের রাঙ্কিং চলে যেতে পারে।


সেই রাঙ্কিং আবার ফেরত আসতে সময় লাগতে পারে। তাই চেষ্টা করতে হবে ভাল মত সার্ভিস দিতে এবং Fiverr এর নিয়ম কানুন ভাল করে মেনে চলতে, যেন কোন মতেই ওয়ার্নিং না দেয়।


ইতি কথা

অবশেষে শেষ হলো আমাদের Fiverr Gig Ranking Factor 2022 সম্পর্কিত ৫ পর্বের ধামাকা আর্টিকেলের! পুরো অংশ জুড়ে আপনাদের সাথে পেয়ে আমি সত্যিই আনন্দিত! প্রচুর নয়েজ পলিউশনে থেকে পুরো আর্টিকেলটি লেখার কারণে হয়তো অনেককিছুই মিসটেক হয়েছে। আশা করি ক্ষমা করবেন। ধন্যবাদ আপনাদের।

*

Post a Comment (0)
Previous Post Next Post