Fiverr Gig Ranking Factor 2022 (পর্ব - ০১)

 Fiverr Gig Ranking Factor 2022 (পর্ব - ০১)


মূল আলোচনায় যাওয়ার আগে বলে নিই এই পোস্টটি কিন্তু কিছুটা বড় পর্বের হতে পারে। সুতরা আপনার লিংকিংয়ের ব্যবস্থা করে দিবো। এক্ষেত্রে অনেকগুলি ইনফরমেশন আপনারা একসাথে পেয়ে যেতে পারেন! 

fiverr gig ranking formula, fiverr ranking algorithm 2022, fiverr ranking algorithm, fiverr ranking system, gig ranking system fiverr gig ranking hack.jpg

ফাইভার এখন যেভাবে আমার সেলস এবং অর্ডার কন্ট্রোল করছে সেটা এর আগে দেখা যায়নি। আমার মনে আছে ২০১৪ সালের দিকে গিগ একবার র‍্যাঙ্ক করলে বছরের পর বছর সেটা থাকত এবং একটা নিদিষ্ট এমাউন্টের সেলস জেনারেট হত। অনেকের প্রতি মাসেই সেল বাড়ত।


সেই দিন অনেক আগেই গত হয়েছে। ফাইভারে টিকে থাকতে হলে এখন আপনাকে অনেক বেশি স্মার্ট হতে হবে। ফাইভারের গিগ এলগরিদম নিয়ে সবার একটা ভাল আইডীয়া থাকা দরকার। তাহলে আপনার গিগ ভাল করার একটা চান্স থাকবে। তাহলে শুরু করা যাক মূল আলোচনা। 


সবার আগে জেনে নেওয়া রাখা উচিত ফাইভারের এলগরিদম সম্পর্কে। 


Fiverr এর এলগরিদম

গুগলের যেমন নিজস্ব এলগোরিদম (কিছু নিয়মনীতি) আছে। তেমনি Fiverr এরও নিজস্ব এলগোরিদম (নিয়মনীতি) আছে যা সবার থেকে আলাদা, এটা পুরাপুরি ডায়নামিক এবং প্রতিনিয়ত চেঞ্জ হচ্ছে। বলে রাখা ভালো বর্তমানে Fiverr এর যে ভার্সন চলছে এটার সার্চইঞ্জিন পুরাপুরি গুগলের মত কাজ করে। 


মনে রাখতে হবে একজন ইউজারের বিহেবিয়ারের উপর ভিত্তি করে ফাইভার রেজাল্ট দেখাতে পারে। Fiverr Gig Ranking Factor এর এই এলগোরিদম এখন ধরা অনেক কঠিন ব্যাপার।


বিশেষ করে  যারা আমজনতা তাদের জন্য প্রায় অসম্ভব। তবে যারা SEO নিয়ে কাজ করেন এবং Fiverr নিয়ে ভাল স্টাডি করেন তারা কিছুটা আঁচ করতে পারবেন।


গুগলের যেমন ২০০+ রাঙ্কিং ফ্যাক্টর আছে, যেটা তারা কখনোই কারো সাথে শেয়ার করে না। ঠিক তেমনি ভাবেও Fiverr তাদের এই Gig Ranking Factor এলগোরিদম কখনোই শেয়ার করে না। ফলে ফাইবারের গিগ এলগোরিদম এখন পুরাপুরি ডায়নামিক। 


অর্থাৎ এটা বিভিন্ন কন্ডিশনের উপর ভিত্তি করে প্রতিনিয়ত পরিবর্তিত হয়। এই ডায়নামিক এলগোরিদমই ঠিক করে একটা গিগ কোথায় অবস্থান করবে, কেমন করবে। 


আজকাল আমরা দেখি একটা গিগ ভাল করছে, কিন্তু সেটা কিছু দিন পরে সামনের পেজ থেকে অনেক পিছনে চলে গেছে। যেমনটা আজ থেকে ২/৩ বছর আগেও এটা ছিল না। 


সেসময় একটা গিগ রাঙ্ক করলে সেটা মোটামুটি একই জায়গায় অবস্থান করত। এতে পেজের সামনের দিকের গিগ গুলো খুব ভাল সেল পেত। ফলে তখন নতুনদের জন্য ভাল করা কিছুটা কঠিন ছিল। 


কিন্তু এখন নতুনদের জন্য ভাল করা তুলনামূলক ভাবে সহজ। তবে এর জন্য আপনার গিগ অবশ্যই ভাল প্রফেশনাল মানের হতে হবে। ফাইবারের এলগোরিদম নিয়ে বিভিন্ন লেখা পড়ে এবং নিজের বাস্তব অভিজ্ঞতার আলোকে প্রধান প্রধান, গিগ রাঙ্কিং ফ্যাক্টর গুলো আলোচনা করছি।


রেসপন্স রেট / রেসপন্স টাইম

মাথায় রাখতে হবে Fiverr Gig Ranking করার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। একজন বায়ার কোন সেলারকে কাজের জন্য মেসেজ দিল এবং সেই সেলার কোন উত্তরই দিল না, এর থেকে খারাপ আর কিছু হতে পারে না। 


এক্ষেত্রর আপনি নিজেকে বায়ারের জায়গায় কল্পনা করলে বিষয়টা বুঝতে পারবেন। Fiverr এটা খুবই অপছন্দ করে। দ্রুত এবং সময় মত রেসপন্স না করলে আপনার রেসপন্স রেট কমতে থাকবে এবং টাইম বাড়তে থাকবে। 


যার ফলে গিগের র‍্যাঙ্ক চলে যেতে পারে। এই জন্য আপনার স্মার্ট ফোনে Fiverr এর এপস ইন্সটল রাখুন এবং বায়ারের মেসেজের উত্তর দ্রুত দিন। চেষ্টা করতে হবে ১ ঘণ্টার মধ্যে উত্তর দেয়ার। বায়ার মেসেজ পাওয়ার ৩০ মিনিটের মধ্যে উত্তর দিতে পারলে আপনার অর্ডার পাবার সম্ভবনা কিন্তু ৫০% বা তারও বেশি বাড়ে! 


ইতি কথা

আজ এতোটুকুই! অতিরিক্ত বড় লেখা হয়তো আপনাদের বিরক্তির কারণ হয়ে উঠতে পারে। তাই আজ আর লেখা বাড়াইনি। আর্টিকেলটির পরের পর্বের লিংক নিচে নিয়মিত দেওয়া থাকবে। আশা করি পুরোটা পড়ে উপকৃত হবেন এবং বুঝতে পারবেন কিভাবে ফাইভার থেকে দ্রুত অর্ডার পাওয়া যায়!

*

Post a Comment (0)
Previous Post Next Post