গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষার প্রশ্নের ধরন

 গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষার প্রশ্নের ধরন


গুচ্ছ ভর্তি পরীক্ষার প্রশ্ন ২০২১ গুচ্ছ ভর্তি পরীক্ষার নিয়ম গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা বিশ্ববিদ্যালয়ের তালিকা গুচ্ছ ভর্তি পরীক্ষার তারিখ গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষার প্রশ্নের সমাধান গুচ্ছ ভর্তি পরীক্ষার মানবন্টন ২০২০ গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষায় ক্যালকুলেটর গুচ্ছ পরীক্ষার নমুনা প্রশ্ন.jpg

শিক্ষার্থীরা একটি আবেদন করার মাধ্যমেই জিএসটির উল্লেখিত বিশ্ববিদ্যালয়গুলোতে পড়াশোনার সুযোগ পাবে। সে ক্ষেত্রে তাদের চূড়ান্ত পরীক্ষা দিয়ে টিকতে হবে। তাই যারা জিএসটির গুচ্ছআকারে পরীক্ষায় অংশগ্রহণ করতে চাচ্ছে তাদের জন্য বিশ্ববিদ্যালয়গুলোর তালিকা খুবই প্রয়োজন।


জিএসটি সম্মান প্রথম বর্ষের শিক্ষার্থীদের ভর্তির জন্য একটি ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এ ভর্তি বিজ্ঞপ্তিটিতে বাংলাদেশের বেশকিছু বিশ্ববিদ্যালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সমন্বিত আকারে পরীক্ষা অনুষ্ঠিত হবে।


আপনি যদি 2021 সালের এইচএসসি পরীক্ষার্থী হয়ে থাকেন তাহলে পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন এবং পরবর্তীতে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করার জন্য বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয় আলাদা আলাদা ভাবে আবেদন করার পাশাপাশি গুচ্ছ ভর্তি পরীক্ষার জন্য অবশ্যই আবেদন করবেন। 


কারণ প্রস্তুতি অনেক সময় ভালো থাকার পরও বিভিন্ন কারণে পছন্দের বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার সুযোগ থাকে না এবং ভাগ্যক্রমে সেই সুযোগ থেকে বঞ্চিত হতে না চাইলে আপনারা অবশ্যই গুচ্ছ ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবেন এবং এই পরীক্ষায় অংশগ্রহণ করে একটি ভর্তি পরীক্ষার মাধ্যমে সারা দেশের মোট 20 টি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করার সুযোগ পাবেন।


অর্থাৎ আপনি একটি আবেদন করবেন এবং এই আবেদনের মাধ্যমে সারা দেশের মোট 20 টি বিশ্ববিদ্যালয়ে ভর্তির কার্যক্রমে অংশগ্রহণ করতে পারবেন এবং আপনার প্রাপ্ত নম্বর এবং জিপিএর ভিত্তিতে আপনি মেধাতালিকা অর্জন করে আপনার পছন্দের বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার সুযোগ গ্রহণ করতে পারবেন। 


যদিও প্রত্যেক বছর আগে আলাদা আলাদা ভাবে ভর্তি পরীক্ষা গ্রহণ করা হতো তার পরেও 2021 সালে করোনা পরিস্থিতির জন্য একত্রিত হবে এই পরীক্ষা গ্রহণ করা হয় এবং গুচ্ছ ভর্তি পরীক্ষা কমিটির জানিয়েছেন যে সারাদেশের সকল বিশ্ববিদ্যালয়ে একত্রিত হয়ে এই ভর্তি পরীক্ষা গ্রহণ করলে সব চাইতে ভাল হবে।


তাছাড়া গুচ্ছ ভর্তি পরীক্ষা কমিটির আহ্বায়ক জানিয়েছেন সকল পাবলিক বিশ্ববিদ্যালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় একত্রিত হয়ে ভর্তি পরীক্ষা গ্রহণ করলে সব চাইতে ভাল হবে এবং এর মাধ্যমে শিক্ষার্থীরা একটি আবেদনের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করার সুযোগ পাবে। যদিও দেশের নামকরা বিশ্ববিদ্যালয় গুলো আলাদা আলাদাভাবে ভর্তি পরীক্ষা গ্রহণ করে তারপরও বাংলাদেশে অনেক বিশ্ববিদ্যালয়ে রয়েছে যেগুলোতে গুচ্ছ ভর্তি পরীক্ষার আওতাভুক্ত হয়েছে।


গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষার প্রশ্নের ধরন নিয়ে শিক্ষার্থীর অনুভুতি 

সাইফুল ইসলাম

এইচএসসি উত্তীর্ণ, বাংলাদেশ নৌবাহিনী স্কুল অ্যান্ড কলেজ, চট্টগ্রাম


গুচ্ছ পদ্ধতির পরীক্ষা নিয়ে সবার কাছ থেকে মোটামুটি ইতিবাচক প্রতিক্রিয়াই পেলাম। তবে পরীক্ষার জন্য নির্ধারিত সময়ের সঙ্গে প্রশ্নের ধরনের সামঞ্জস্য ছিল না। কখনো কখনো ১টি প্রশ্নের উত্তর করতেই ৫ মিনিটের মতো সময় লেগে গেছে। তাই মাত্র ৬০ মিনিটে এই মানের প্রশ্নের সমাধান করা খুব কঠিন। 


উপরন্তু প্রশ্নের পৃষ্ঠা কম থাকায় ও ফাঁকা জায়গার অভাবে গাণিতিক প্রশ্নে রাফ করার জায়গা পাইনি। যেহেতু ৬টি বিষয়ের ওপর প্রশ্ন করা হয়েছিল, সেহেতু প্রশ্ন আরেকটু বড় ও স্পষ্ট করা যেত। একটি পরীক্ষার ওপর আমাদের অনেকের উচ্চশিক্ষার ভাগ্য নির্ভর করে, সুতরাং প্রশ্নের মান আরও ভালো করা উচিত।


প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রস্তুতি যেভাবে নিবেন

*

Post a Comment (0)
Previous Post Next Post