Fiverr Gig Ranking Factor 2022 (পর্ব - ০২)

 Fiverr Gig Ranking Factor 2022 (পর্ব - ০২) 


ফাইভার গিগ সম্পর্কিত আর্টিকেলের আজকের আমরা ২য় পর্বে হাজির হয়েছি। আপনি নিশ্চয় আগের পর্বগুলি পড়ে নিয়েছেন? না পড়ে থাকলে এখানে ক্লিক করে পড়ে নিন। 

fiverr gig ranking formula, fiverr ranking algorithm 2022, fiverr ranking algorithm, fiverr ranking system, gig ranking system fiverr gig ranking hack.jpg

আর যারা পড়েছেন তারা চলুন নতুন পর্বে আরো কিছু নতুন টিপস বা ফ্যাক্টর সম্পর্কে আলোচনা করি। 


মোট অর্ডারের সংখ্যা দেখুন

মোট অর্ডারের সংখ্যা চেক করা মানেই গিগ র‍্যাঙ্কিং এর সব থেকে বড় ফ্যাক্টর বলা যেতে পারে। আপনার গিগের কিউতে যত বেশি অর্ডার জমা থাকবে আপনার গিগ তত সামনের দিকে থাকবে। গিগের অর্ডার কম আসলে গিগ আস্তে আস্তে পিছনের দিকে চলে যাবে। 


আপনার কাজের অর্ডারের সংখ্যা সম্ভবত মাসিক হিসাব করা হয়, লাইফটাইম না। খেয়াল করে দেখবেন যে সব গিগে প্রচুর পরিমানে অর্ডার জমা আছে তারা সমানদের দিকে থাকে। অনেক ভাবেই গিগের কিউতে অর্ডার বেশি বেশি জমা রাখা যায়। বায়ারের কাছ থেকে কাস্টম অর্ডার নেয়ার সময় ডেলিভারি টাইম বাড়িয়ে দিয়ে এটা সহজেই করা যায়। যদিও এটি যথেষ্ট বিশাল ব্যাপার। তবে বুঝতে পারলে সহজ! তারপরও যদি না বুঝেন কমেন্ট বক্সে জানান। উত্তর দেওয়ার চেষ্টা করবো। 


ক্লিক ভিউ চেক করুন

একটি গিগের গুগলের প্রথম পেইজে উঠে আসার ব্যাপারটি আপনার গিগের কি পরিমান ক্লিক ভিউ হচ্ছে এটার উপর গিগের র‍্যাঙ্ক অনেকাংশে নির্ভর করে। আপনার গিগে যদি বেশি বেশি ভিজিটর আসে, বেশি সময় ধরে থাকে এবং তারা যদি গিগে বেশি বেশি ক্লিক করে তবে গিগ র‍্যাঙ্ক করতে সুবিধা হয়। 


সুতরাং নতুন গিগ পাবলিশ করার পর গিগ মার্কেটিং এর উপর গুরুত্ব দিতে হবে। ঠিক মত গিগ প্রমোশন করতে পারলে, গিগে ভাল ক্লিক ভিউ আসবে এবং অর্ডার পেতে সহজ হবে। তবে মনে রাখতে হবে গিগ মার্কেটিং এর নামে কোন মতেই স্পামিং করা যাবে না। এতে হিতে বিপরীত হবে।


কিওয়ার্ড

মনে রাখবেন Fiverr Gig Ranking এর সব থেকে বড় Factor এই কিওয়ার্ড। ফাইভার এর Gig Ranking Factor অনেকটা গুগলের মতই কাজ করে। 


ব্যাপারটা এমন.. আপনার গিগ যদি কন্টেন্ট রাইটিং এর উপর হয়, তবে আপনার গিগের টাইটেলে অবশ্যই এই কিওয়ারড একবার থাকতে হবে। গিগ ডেসক্রিপশনের প্রথম প্যারায় ১/২ বার থাকতে হবে এবং ক্যাপিটাল লেটারে হতে হবে।


ভুলেও কিন্তু মেইন Keyword ডেসক্রিপশনে অবশ্যই ২% এর বেশি ইউজ করা যাবে না। তা না হলে Fiverr এর রোবট এটাকে স্পাম হিসেবে ডিটেক্ট করবে এবং গিগের রায়ঙ্ক নাও দিতে পারে।


গিগের নিচে যে ৫টা ফিচারড Keywords আছে সগুলো খুব সাবধানে দিতে হবে। অবশ্যই প্রথমটা মেইন Keyword হতে হবে। 


পাশাপাশি বাকি চারটা মেইন Keyword এর রিলেভেন্স হতে হবে। তাই ভাল হয় বেষ্ট সেলিং গিগ গুলোর Keyword থেকে ভাল ভাল Keyword বাছাই করা। 


কনভার্সন রেট চেক

যারা এটা বুঝেন নি তাদের বলে রাখা ভালো কনভার্সন রেট বলতে আমরা বুঝি, আপনার গিগে ক্লিক ভিউর অনুপাতে, অর্ডারের মোট সংখ্যা। যেমন আপনার গিগে জন্য ১০০ টা ক্লিক পড়ে এবং তাতে যদি ৫ টা অর্ডার হয় তবে আপনার গিগের কনভার্সন রেট ৫% এটা যত বেশি হবে, আপনার গিগ তত ভাল করবে। 


মূলত চার এর উপর কনভার্সন রেট থাকলে সেটাকে ভাল ধরা হয়। এখন Fiverr এ যেটা হয়, বিশেষ করে নতুনেরা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে প্রচুর স্পামিং করে গিগে ক্লিক ভিউ নিয়ে আসে। কিন্তু সেই অনুপাতে কোন সেল হয় না। 


সবসময় মনে রাখবেন এটা গিগের জন্য খুব ক্ষতিকর। কারন প্রচুর ভিজিটর আসল কিন্তু সেল আসল না, তাহলে Fiverr এর লস। কারন তাদেরকে সার্ভারের জন্য পে করতে হয়। সুতরাং স্পামিং বাদ দিয়ে গিগ ভাল করে মার্কেটিং করতে হবে। 


ইতি কথা

আশা করি প্রথম পর্বের মতো আজকের এই দ্বিতীয় পর্বটিও আপনাকে উপকৃত করছে! পরবর্তী পর্বে স্বাগতম জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি! আর হ্যাঁ...লিংক কিন্তু পেয়ে যাবেন!

*

Post a Comment (0)
Previous Post Next Post