বিল গেটস এর জীবনী বাংলা

 বিল গেটস এর জীবনী বাংলা

উইলিয়াম হেনরি গেটস তৃতীয় (জন্ম ২৮ অক্টোবর, ১৯৫৫) একজন আমেরিকান ব্যবসায়িক মহারথী, সফটওয়্যার বিকাশকারী, বিনিয়োগকারী, লেখক এবং সমাজসেবী।

বিল গেটস কোন ধর্মের, বিল গেটস এর উক্তি, বিল গেটস এর জীবনী বাংলা, বিল গেটস কত টাকার মালিক, বিল গেটস এর বাড়ি, বিল গেটস এর বিবাহ বিচ্ছেদের কারণ.jpg


বিল গেটস কোন ধর্মের?

বিল গেটস সুনির্দিষ্টভাবে বলেননি যে তিনি একটি নির্দিষ্ট বিশ্বাস ব্যবস্থা অনুসরণ করেন। তিনি এমন দৃষ্টিভঙ্গি প্রকাশ করেছেন যে তিনি ক্যাথলিক চার্চের (যা স্ত্রী উপস্থিত থাকেন) সেবার অংশ নিয়েছে, যদিও তিনি বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে জীবনের দিকে এগিয়ে যান।


বিল গেটস এর বাবা কি করতেন?

তার বাবা একজন আইনজীবী ছিলেন এবং তার মা First Interstate BancSystem কোম্পানি এবং United Way of America তে গুরুত্বপূর্ণ পদে কর্মরতা ছিলেন।


বিল গেটস এর মা কি করতেন?

বিল গেটসের মা First Interstate BancSystem কোম্পানি এবং United Way of America তে গুরুত্বপূর্ণ পদে কর্মরতা ছিলেন।


বিল গেটস এর শিক্ষাগত যোগ্যতা কি?

1973 সালে হাই স্কুল থেকে স্নাতক হওয়ার পরে গেটস হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন। প্রথমে তিনি আইনজীবী হিসাবে পড়াশোনা করার পরিকল্পনা করেছিলেন, তবে তিনি তার বেশিরভাগ সময় কম্পিউটারে ব্যয় করতে থাকেন। তিনি হনিওয়েলে কাজ করা তাঁর বন্ধু পল অ্যালেনের সাথেও যোগাযোগ রেখেছিলেন।


বিল গেটস এর প্রতিষ্ঠানের নাম কি?

উইলিয়াম হেনরি গেটস তৃতীয় (জন্ম ২৮ অক্টোবর, ১৯৫৫) একজন আমেরিকান ব্যবসায়িক মহারথী, সফটওয়্যার বিকাশকারী, বিনিয়োগকারী, লেখক এবং সমাজসেবী। তিনি মাইক্রোসফ্ট কর্পোরেশনের সহ-প্রতিষ্ঠাতা।


বিল গেটস এর প্রথম কম্পিউটার প্রোগ্রাম কি ছিলো? 

লেক সাইড স্কুলে পড়ার সময়ই বিল গেটস প্রথম কম্পিউটার প্রোগ্রাম তৈরি করেন, টিক-ট্যাক-টো নামক এই প্রোগ্রামটি কম্পিউটারের বিপরীতে গেম খেলার জন্য তৈরি প্রযুক্তি দুনিয়ার প্রথম প্রোগ্রাম।


বিল গেটস এর আয় কত?

২০২১ সালের জানুয়ারী পর্যন্ত, গেটসের মোট মূল্য ছিল ১৬৩ বিলিয়ন মার্কিন ডলার যা তাকে বিশ্বের তৃতীয় ধনী ব্যক্তি বানিয়েছে।


বিল গেটস এর বিবাহ বিচ্ছেদের কারণ কি?

বিয়ের ২৭ বছর পর বিচ্ছেদের ঘোষণা দিয়েছেন বিল গেটস ও মেলিন্ডা। এটা পুরাতন খবর। তবে নতুন খবর হচ্ছে পরকীয়ার কারণে নাকি তাদের দূরে সরে যাওয়া।


পিপল ডটকম ও ডেইলি মেইলের খবরে আঙ্গুল তোলা হয়েছে পৃথিবীর শীর্ষ ধনী বিল গেটসের দিকে। তাদের প্রতিবেদনে বলা হয়েছে, মেলিন্ডা গেটসের সঙ্গে বিশেষ চুক্তি করে পুরানো প্রেমিকার সঙ্গে প্রতি বছর সৈকতে দীর্ঘ সময় কাটাতেন তিনি। ৬৫ বছর বয়সী গেটসের চেয়ে সেই বান্ধবী পাঁচ বছরের বড়। নাম অ্যান উইনব্ল্যাড। মেলিন্ডাকে গেটস যে বছর বিয়ে করেন, সেই ১৯৯৪ সালে অ্যানের সঙ্গে তার ব্রেকআপ হয়।


বিল গেটস এই চুক্তির কথা নিজেও স্বীকার করেছেন বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে। ১৯৯৭ সালে টাইম ম্যাগাজিনের একটি সাক্ষাৎকারে চুক্তির বিস্তারিত তুলে ধরেন তিনি।


ওই প্রতিবেদন থেকে জানা গেছে, ১৯৮৪ সালে অ্যানের সঙ্গে প্রথম দেখা হয় গেটসের। অ্যান এক সময় উপলব্ধি করেন, গেটস তার বিলিয়ন ডলার সাম্রাজ্য গড়তে দিন-রাত কাজে ডুবে থাকেন। তাই তিনি অন্য কাউকে বিয়ে করতে চাচ্ছিলেন। গেটস সেটি বুঝতে পেরে নিজে থেকে সরে আসার সিদ্ধান্ত নেন। টাইম ম্যাগাজিনকে তিনি তখন বলেন, ‘মেলিন্ডাকে যখন বিয়ের কথা ভাবি, তখন অ্যানকে ডেকে অনুমতি নেই।’


মেলিন্ডার বিষয়ে অ্যান টাইম ম্যাগাজিনকে বলেন, ‘আমি বলেছিলাম, সে গেটসের জন্য উপযুক্ত। কারণ তার বুদ্ধিবৃত্তিক একটা শক্তি আছে।’ 


প্রতিবেদেন আরও বলা হয়েছে, শুধু অ্যানের কারণে মেলিন্ডার সঙ্গে গেটসের বিচ্ছেদ হয়েছে কি না, সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য নেই। তবে গেটসের পুরোনো সাক্ষাৎকার থেকে বোঝা গেছে, কমপক্ষে এক দশক অ্যানের সঙ্গে তিনি সময় কাটাতে পারবেন, এমন চুক্তি ছিল মেলিন্ডার সঙ্গে।


বিল গেটস এর টাকার পরিমান কত?

আগেই বলা হয়েছে, মাইক্রোসফট সহপ্রতিষ্ঠাতা বিল গেটসের নিট সম্পদ ১৩ হাজার ৫৪০ কোটি ডলারের। বাংলাদেশি মুদ্রায় তা ১১ লাখ ৫৯ হাজার ৭০১ কোটি টাকা (বাংলাদেশ ব্যাংকের গতকালের হিসাব অনুযায়ী ডলারপ্রতি ৮৫ টাকা ৬৫ পয়সা ধরে)।


বিল গেটসের বাড়ি কোথায় এবং কত বড়?

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনের মেডিনায় লেক ওয়াশিংটনের পাশে ৬৬ হাজার বর্গফুটের ওপর তৈরি হয়েছে বিলাসবহুল এই বাড়ি। সাত বছর ধরে ৬ কোটি ৩২ লাখ ডলার (প্রায় ৫০০ কোটি টাকা) ব্যয়ে তৈরি হয়েছে বিল গেটসের এই 'আস্তানা'। তবে বাড়ি তৈরির অংকটা দেখতে বেশ হোমড়া চোমড়া হলেও আসলে তা গেটসের মোট সম্পত্তির মাত্র ০.১ শতাংশ!

*

Post a Comment (0)
Previous Post Next Post