২০২২ সালের প্রথম রোজা কত তারিখে?

পবিত্র মাহে রমজান শুরু হতে পারে আগামী ৬ মে। সংযুক্ত আরব আমিরাতের আকাশ গবেষণা প্রতিষ্ঠান সারজা সেন্টার ফর অ্যাস্ট্রোনমি অ্যান্ড স্পেস সাইন্স জানায়, আগামী ৫ মে শাবান মাসের শেষ দিন। সে হিসেবে ৬ মে থেকে শুরু হবে পবিত্র রমজান মাসের রোজা। এখবর দিয়েছে গালফ নিউজ।

২০২২ সালের প্রথম রোজা কত তারিখে, রোজা কত তারিখে ২০২২, রোজা শব্দের বাংলা অর্থ কি, রোজা ২০২২, রোজা সম্পর্কে আলোচনা, রোজা কত প্রকার, রোজা ভঙ্গের কারণ.jpg

রীতি অনুযায়ী চাঁদ দেখার ওপর নির্ভরশীল আরবি মাস। আর চাঁদ দেখার মাধ্যমেই সারাবিশ্বের মুসলিমরা মাসব্যাপী রোজা পালন করেন। এটাই ইসলামের নীতি। সারজা সেন্টার ফর অ্যাস্ট্রোনিওমি অ্যান্ড স্পেস সাইন্স জানায়, এবার রমজান মাসের শুরুর দিকে মুসলিম উম্মাহ ১৩ ঘণ্টা ১০ মিনিট রোজা পালন করবে আর শেষ দিকে ১৩ ঘণ্টা ৪০ মিনিটে গিয়ে দাঁড়াবে এবারের রোজার সময়।


তারা জানায়, ৫ মে সংযুক্ত আরব আমিরাতের স্থানীয় সময় ২টা ৪৬ মিনিটে উদিত হবে পবিত্র রমজান মাসের চাঁদ। ঐ দিন দুপুরের পর রমজান মাসের চাঁদ উদিত হলেও সে দিন বিকেলে তা দেখা যাবে না।


উল্লেখ্য যে, সাধারণভাবে মুসলিমেরা জ্যোতির্বিজ্ঞানের গবেষণার চেয়ে খালি চোখে চাঁদ দেখে রোজা পালন করতেই বেশি স্বাচ্ছন্দ্যবোধ করে থাকেন। যদিও রোজা ও রমজানের তারিখ প্রযুক্তির কল্যাণে খালি চোখে চাঁদ দেখার আগেই নির্ধারণ হয়ে যায়।


২০২২ সালের প্রথম রোজা কত তারিখে?

যেহেতু বাংলাদেশ ও ভারত উপমহাদেশে দেশগুলো মধ্যপ্রাচ্য, ইউরোপ, আমেরিকা, আফ্রিকার দেশ গুলোতে একদিন পরেই ইসলামিক আচার-অনুষ্ঠান পালন করা হয়। সেহেতু বাংলাদেশ সময় অনুসারে ২০২২ সালে রমজান শুরু হবে ৩রা এপ্রিল ২০২২ সালে। তবে অবশ্যই এই তারিখে রমজান পালন করা হবে সম্পূর্ণ চাঁদ দেখার উপর নির্ভর করে।


রমজানের আর কতদিন বাকি আছে?

আমাদের হিসাব মতে ২০২২ সালের রমজান ৩ এপ্রিল শুরু হলে এর এক মাস (২৯ অথবা ৩০ দিন) পর শাওয়াল মাসের চাঁদ দেখা গেলে ২০২২ সালের পবিত্র ঈদুল ফিতর রোজার ঈদ ২০২২ পালিত হবে ২ অথবা ৩ মে ২০২২ তারিখে।


ইতি কথা

প্রচলিত ধারণা অনুযায়ী রমজান উপাসনার মাস। এই মাসে রোজা অর্থাৎ উপবাস রাখা হয়। পাঁচ বারের নমাজ পড়া হয়। মনে করা হয়, এই মাসের উপাসনার ফল অন্য সমস্ত মাসের তুলনায় বেশি পাওয়া যায়। রোজাদারদের জন্য আল্লাহ জন্নতের দ্বার খুলে দেন বলে ধারণা প্রচলিত রয়েছে।

*

Post a Comment (0)
Previous Post Next Post