এলার্জির ঔষধ বেশি খেলে কি হয়?

আজকে আমরা জানবো এলার্জির ঔষধ বেশি খেলে কি হয় সে-সম্পর্কে। সুতরাং আর্টিকেলটি তাদের জন্যই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যারা এলার্জির ঔষধ বিশেষ করে অ্যান্টি অ্যালার্জি ওষুধ বা অ্যান্টিহিস্টামিন নিয়মিত খান। 


এক নজরে দেখে নিন এলার্জির ঔষধ বেশি খেলে কি হয়। 

১. ঘুম ঘুম ভাব বেড়ে যাওয়া 
২. চোখের শুষ্কভাব বৃদ্ধি পাওয়া 
৩. দেহের তৈলাক্তভাব হ্রাস পাওয়া 
৪. কোষ্ঠকাঠিন্যের সমস্যা বৃদ্ধি পাওয়া
৫. ব্যবহারে অধৈর্য হয়ে পড়া 


এলার্জির ঔষধ বেশি খেলে কি কি সমস্যা হতে পারে?

এক পলকে এতোক্ষণ জেনে নিলাম এলার্জির ঔষধ বেশি খেলে কি হয় সে-সম্পর্কে। এবার চলুন জেনে নিই এলার্জির ওষধ বেশি খেলে কেনো হয় এই ধরণের সমস্যা। 


ঘুম ঘুম ভাব বেড়ে যাওয়া 

ঘুম ঘুম ভাব অনুভব করা হলো সবচেয়ে সাধারণ অ্যান্টিহিস্টামিন পার্শ্ব প্রতিক্রিয়া। যা সাধারণত অতিরিক্ত এলার্জির ঔষধ নিলে হয়ে থাকে। ফলে যারা এলার্জির ঔষধ বেশি খেলে কি হয় তা নিয়ে চিন্তিত আছেন তাদের ক্ষেত্রে সবচেয়ে বেশি প্রভাবান্বিত পয়েন্ট বা পার্শ্ব প্রতিক্রিয়া হলো এই ঘুম ঘুম ভাব। 


এক্ষেত্রে এলার্জির ঔষধ খেয়ে আপনি যদি গুরুত্বপূর্ণ স্বাভাবিক কাজগুলি করতে চান তাহলে বিভিন্ন সমস্যায় পড়তে হবে আপনাকে। গাড়ি চালানো, ভারী কিছু বহন করা কিংবা ক্লাস নেওয়ার মতো গুরুত্বপূর্ণ কাজগুলি আপনি এই এলার্জির ঔষধ খেয়ে করার চেষ্টা করবেন না। যদিও অনেকেই করে। আশা করি এলার্জির ঔষধ বেশি খেলে কি হয় (প্রধানত) তা সম্পর্কে জানতে পেরেছেন। এবার চলুন দ্বিতীয় পয়েন্টে যাওয়া যাক। 


চোখের শুষ্কভাব বৃদ্ধি পাওয়া 

যারা এলার্জির ঔষধ বেশি খেলে কি হয় তা নিয়ে বেশি চিন্তিত তাদের জন্য আজকের আর্টিকেলের এই পয়েন্টটিকেও একেবারে ফেলে দেওয়া যাবে না। কেননা ঘুম ঘুম ভাবের মতো শুষ্ক চোখও একটি সাধারণ অ্যান্টিহিস্টামিন ঔষধের একটি সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়া। গবেষণা বলে অ্যান্টিহিস্টামাইন যেহেতু অ্যাসিটাইলকোলিনের সাথে সম্পর্কিত সেহেতু এটি গ্রহণের পর রোগীর চোখের শুষ্কতা বৃদ্ধি পায়। 


সেই সাথে চোখের চুলকানিও এলার্জির একটি সাধারণ বিষয়। যাদের চোখের এলার্জি রয়েছে তাদের ক্ষেত্রে ব্যাপারটি আরো জটিল। যা অসম্ভব বিরক্তিকর কারণ। শুকনো চোখ যেহেতু বেশিরভাগ সময় পানিশূন্যতায় ভোগে সেহেতু চোখ বেয়ে পানির সাহায্যে চোখের ক্ষুদ্র ক্ষুদ্র জীবাণুগুলি বেরিয়ে পড়ার সুযোগ পায় না। এই গেলো এলার্জির ঔষধ বেশি খেলে কি হয় তার আরেকটি পয়েন্ট! 


দেহের তৈলাক্তভাব হ্রাস পাওয়া 

আজকের এই আর্টিকেলের এই অংশে জানবো এলার্জির ঔষধ বেশি খেলে কি হয় তার আরেকটি গুরুত্বপূর্ণ উত্তর সম্পর্কে। এটি হলো অতিরিক্ত এলার্জির ঔষধ গ্রহণের ফলে দেহের তৈলাক্তভাব হ্রাস পাওয়ার ব্যাপারটি। যা সাধারণ অ্যান্টিহিস্টামিন পার্শ্বপ্রতিক্রিয়াগুলির মধ্যে একটি। 


এলার্জির ঔষধ বেশি খেলে কি হয় সম্পর্কে যারা ভাবছেন তারা হয়তো বলতে পারে দেহের তৈলাক্তভাব হ্রাস পাওয়ার ব্যাপারটি আর কতই বা বিপদজনক! কিন্তু আসল সত্য হলো দেহের তৈলাক্তভাব হ্রাস পাওয়ার ফলে শরীরের রক্ত ​​প্রবাহে পরিবর্তন ঘটাতে পারে। যা পরবর্তীতে শরীরের শ্লেষ্মা ঝিল্লি শুকিয়ে দিতে একাই একশো হিসেবে কাজ করে বলে জানিয়েছেন চিকিৎসকেরা। 


কোষ্ঠকাঠিন্যের সমস্যা বৃদ্ধি পাওয়া

অ্যান্টিহিস্টামাইন ঔষুধ অতিরিক্ত খাওয়ার ফলে অ্যাসিটাইলকোলিন সিগন্যালিংয়ের জন্যে রোগীর কোষ্ঠকাঠিন্যের সমস্যা বৃদ্ধি পায়। এলার্জির ঔষধ বেশি খেলে কি হয় তা নিয়ে যারা চিন্তিত তাদের ক্ষেত্রে এই কোষ্ঠকাঠিন্যের সমস্যা বৃদ্ধি পাওয়ার ব্যাপারটি একেবারে ফেলে দেওয়ার মতো কোনো ব্যাপার নয়। 


অ্যান্টিহিস্টামাইন ঔষুধে থাকা গুরুত্বপূর্ণ নিউরোট্রান্সমিটার আপনার অন্ত্রের পেশীগুলির নিয়ন্ত্রণে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করর ফলে পেশীর নড়াচড়া কমে যায়। যার ফলে কোষ্ঠকাঠিন্যের সমস্যা বৃদ্ধি পায়। অর্থ্যাৎ অ্যাসিটাইলকোলিনের সাথে নিউরোট্রান্সমিটার মেশানো ওষুধের কারণে এমনটা হয়ে থাকে। যদিও এই সমস্যা মোটামুটি যুগের পর যুগ ধরেই হয়ে আসছে। এই গেলো এলার্জির ঔষধ বেশি খেলে কি হয় তা নিয়ে চিন্তার অন্যতম গুরুত্বপূর্ণ পয়েন্ট কোষ্ঠকাঠিন্যের সমস্যা বৃদ্ধি পাওয়ার ব্যপারটি। 


ব্যবহারে অধৈর্য হয়ে পড়া 

এলার্জির ঔষধ বেশি খেলে কি হয় তা নিয়ে যারা অসম্ভব চিন্তা করেন বা টেনশনে থাকেন তাদের অনেকের মধ্যেই এলার্জির ঔষধ ব্যবহারে অধৈর্য হয়ে পড়ার প্রবণতা কাজ করে। আপনি যদি মনে করেন যে আপনার ব্যবহার করা অ্যান্টিহিস্টামাইনে এলার্জি হ্রাস পাওয়ার কোনো এক্টিভিটিই দেখা যাচ্ছে না বা পাওয়া যাচ্ছে না... তাহলে আপনি ভুল ভাবছেন। কেননা এটির কার্যকারিতা প্রকাশ্যে আসতে কিছুটা সময় নেই। 


ফলে দেখা যায় অনেকেই এলার্জির ঔষধ নিতে নিতে তা ব্যবহারে অধৈর্য হয়ে পড়ে। তবে আপনি যদি ওটিসি ওষুধ ব্যবহার করেন তাহলে এই ঔষধ ব্যবহারের ক্ষেত্রে অধৈর্য হয়ে পড়ার সমস্যাটি কমে যাবে। এই গেলো আজকের আর্টিকেলে লেখা এলার্জির ঔষধ বেশি খেলে কি হয় তা নিয়ে সাজানো সর্বশেষ পয়েন্ট। 


ইতি কথা

এলার্জির সমস্যা বর্তমানে অহরহ দেখা যায়। অনেকেই এই এলার্জির ঔষধ নিয়মিত সেবন করে থাকে। ফলে সকলেরই এলার্জির ঔষধ বেশি খেলে কি হয় তা সম্পর্কে জেনে রাখা উচিত। আশা করি আজকের এই আর্টিকেলটি আপনার কাজে লাগবে। ধন্যবাদ সবাইকে।

*

Post a Comment (0)
Previous Post Next Post