জেনে নিন ইংরেজি শেখার উপায় সম্পর্কে

জেনে নিন ইংরেজি শেখার উপায় সম্পর্কে 

ইংরেজি আন্তজার্তিক ভাষা হিসেবে সবচেয়ে গুরুত্বপূর্ণ স্কিল হতে পারে। সুতরাং ইংরেজি বলতে পারাটা আজকাল খুবই দরকারি স্কিল হিসেবে গণ্য হচ্ছে। আজ আমরা আলোচনা করবো ইংরেজি শেখার উপায় সম্পর্কে। আশা করি আজকের এই ইংরেজি শেখার গাইডলাইন আপনার ভালো লাগবে। 

ইংরেজি শেখার বাংলা ওয়েবসাইট, ইংরেজি শেখার গাইড লাইন, ইংরেজি শেখার কোর্স, ইংরেজি শেখার সহজ উপায় apps, আমি ইংরেজি শিখতে চাই, ইংরেজি শেখার প্রথম ধাপ.jpg

ইংরেজি শেখার গাইডলাইন

বলে রাখা ভালো ইংরেজি না জানার এই সমস্যা থেকে মুক্তি পাওয়ার বা ইংরেজি শেখার সহজ উপায় ছিল, কারো সাথে ইংরেজিতে কথা বলা প্র্যাকটিস করা। তবে এক্ষেত্রে যদি সে নিজে ইংরেজিতে ফ্লুয়েন্ট হয়, তাহলে তো খুব ভাল। না হলেও ক্ষতি নেই। কেননা চর্চা করাটাই আসল। চর্চা করলে দ্রুত ইংরেজি শেখা যায়। চলুন এবার আমরা ইংরেজি শেখার গাইডলাইন অর্থ্যাৎ কিছু টিপস সম্পর্কে জেনে নিই। 


একা প্র্যাকটিস করুন

কেউ যদি ইংরেজিতে চিন্তা করার অভ্যাসটি রপ্ত করে ফেলতে পারে, তাহলে আশে পাশে যখন কেউ নেই; সেই চিন্তাগুলোই নিজেকে নিজে বলে ফেলতে পারে। কারণ এভাবে অর্থ্যাৎ নিজের সাথে নিজে কথা বলেও ইংরেজির পাশাপাশি বিভিন্ন স্কিল রপ্ত করা যায়। তবে এভাবে ইংরেজি শেখার বৃদ্ধিটাকে সবচেয়ে যৌক্তিক বলে মনে করি আমি।

 

এই টেকনিক ব্যবহার করে ইংরেজি শেখার সময় নিজের কানে যখন নিজের কথা শুনতে পাওয়া যাবে, নিজের ভুলগুলোও নিজেই ধরে ফেলাটা খুবই সহজ হবে। প্রত্যেকবার প্র্যাকটিসের সময় বোঝা যাবে যে, আগের চেয়ে ফ্লুয়েন্সি কতটা বাড়লো। এতে করে বাইরের কারো কাছে ছোট হতে হবে না। নিজের হালে নিজেই নিজের মতো করে দ্রুত ইংরেজি শেখাটা হবে। 


ইংরেজিতে লিখুন

যারা ইংরেজি শিখতে গিয়ে নিজের সাথে নিজে প্র্যকটিস করাকেও কোনোভাবেই কাজে লাগাতে পারছেন না তারা সমসাময়িক কোনো একটা টপিক সেলেক্ট করেন এবং সেটার উপর লিখুন। সবচেয়ে বেশি ভালো হবে ডায়েরীতে লেখাটা লিখতে পারলে। কেননা ডায়েরীর লেখা আমরা নিজেরাই বারবার পড়তে আগ্রহবোধ করি। 


কোনো সাজানো-গোছানো টপিক আউটলাইনের দরকার নেই। আপনার মাথায় যা আসে তা-ই লেখেন। লেখার মাঝপথে লেখা কেমন হচ্ছে তা বিচার করতে যাবেন না। কারো ফিডব্যাক নেওয়ারও কোনো দরকার নাই। কেবলমাত্র লিখতে থাকুন নিজের মতো করে। বেশি না, আপনি দুই মাস চালিয়ে যাওয়ার চেষ্টা করুন। আপনি নিশ্চিত থাকুন ইংরেজি ভাষার একটি ভিন্ন স্বাধ পাবেন এবং ভাষাকেও আপন করে নেবেন খুব দ্রুত। 


অডিও শুনুন ইংরেজিতে 

যারা ইংরেজি শিখেছে তারা যত না ইংরেজি বই পড়েছে, তার চেয়ে অনেক অনেক বেশি শেখার চেষ্টা করেছে। আর কাজটা সম্ভব করেছে ইংরেজি মুভি আর সিরিজ দেখে। অনেকের মতে টিভি সিরিজ এবং মুভি শুধু তাদের ইংরেজি শব্দভাণ্ডারই বাড়ায় নি, বরং ইংরেজিতে কথা বলাও সহজ করেছে। 


অনেকেই তো এই সিরিজ বা মুভি দেখতে গিয়েই বুঝতে সক্ষম হয়েছে ইংরেজির কিছু আলাদা শব্দ থাকে। যদিও বলে রাখা ভালো সেগুলোর বাংলা অর্থ করলে দেখা যাবে কিছুই বুঝা যাবে না। উপরন্তু এটাই বলা ঠিক হবে যে সেগুলো যত না শব্দ বা বাক্য, তার চেয়ে বেশি এক্সপ্রেশন।


আর পরবর্তীতে ইংরেজিতে কথা বলার সময় এই এক্সপ্রেশনগুলোর ব্যবহার আমাদের কথাকে আরো শ্রুতিমধুর করে তোলে। সুতরাং, ইংরেজি শিখতে হলে, বুঝতে হলে এবং বলতে হলে প্রচুর ইংরেজি সিরিজ আর মুভি দেখতে হবে।


ভিডিও দেখুন ইংরেজিতে

ইউটিউবে ইংরেজি ভাষা শেখানোর জন্য অনেক চ্যানেল রয়েছে। এই চ্যানেলগুলোতে কোন একটি শব্দ কিভাবে উচ্চারণ করতে হয় সেটা দেখানো হয়ে থাকে এছাড়াও কোন একটা শব্দকে কোন কোন ক্ষেত্রে ব্যবহার করা হয় সেগুলো সম্পর্কেও ধারণা দেয়া হয়ে থাকে। তবে অবশ্যই আপনি যদি বাংলা এমন চ্যানেল খুঁজতে থাকেন তবে টেন মিনিট স্কুল ও আরো অনেক শিক্ষনীয় চ্যানেল পাবেন। বাংলা ভাষাতে অনেক চ্যানেল আছে।  

*

Post a Comment (0)
Previous Post Next Post