প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০২২

 প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০২২

2019 সালের সার্কুলার মোতাবেক 34 হাজার 100 পদের বিপরীতে 24 লাখেরও বেশি  চাকরি প্রত্যাশী আবেদন জমা দিয়েছেন. করোনাভাইরাস পরিস্থিতি স্বাভাবিক পর্যায়ে আসতে শুরু করেছে বলে ডিসেম্বর, 2021 মধ্যে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে dph.gov.bd  সূত্রে জানা যায়.প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন বলেছেন, শিক্ষক স্বল্পতা দূর করতে আগামী ডিসেম্বরের 2021 মধ্যে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩২ হাজার ৭০০ জন সহকারী শিক্ষক নিয়োগের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ নিয়োগ সম্পন্ন হলে শিক্ষকরা আরও স্বাচ্ছন্দে কোমলমতি শিক্ষার্থীদের পাঠদান করাতে পারবেন।

প্রাথমিক শিক্ষক নিয়োগ সিলেবাস ২০২১ প্রাইমারি শিক্ষক নিয়োগ সিলেবাস ২০২২ প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রশ্ন প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার পাস নম্বর প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার জন্য কোন বই ভালো প্রাইমারি শিক্ষক নিয়োগ যোগ্যতা প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রস্তুতি গণিত.jpg

শিক্ষকের ৩২ হাজার ৫৭৭টি শূন্য পদে নিয়োগের জন্য প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ২০২০ সালের ২০ অক্টোবর বিজ্ঞপ্তি প্রকাশ করে। কিন্তু করোনা মহামারির কারণে পরীক্ষা নেওয়া সম্ভব হয়নি। ইতিমধ্যে অবসরজনিত কারণে আরও ১০ হাজারেরও বেশি সহকারী শিক্ষকের পদ শূন্য হয়ে পড়েছে। এতে বিদ্যালয়গুলোতে শিক্ষক ঘাটতি দেখা দিয়েছে। এ সমস্যার সমাধানে মন্ত্রণালয় আগের বিজ্ঞপ্তির শূন্য পদ ও বিজ্ঞপ্তির পরের শূন্য পদ মিলিয়ে প্রায় ৪৫ হাজার সহকারী শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে।


প্রাথমিকের ইতিহাসে এটিই এখন পর্যন্ত সবচেয়ে বড় নিয়োগ বিজ্ঞপ্তি। আবেদন করেছেন ১৩ লাখ ৯ হাজার ৪৬১ জন প্রার্থী। সবচেয়ে বেশি আবেদন পড়েছে ঢাকা বিভাগে ২ লাখ ৪০ হাজার ৬১৯টি। এরপর রাজশাহীতে ২ লাখ ১০ হাজার ৪৩০টি, খুলনায় ১ লাখ ৭৮ হাজার ৮০৩টি।


দীর্ঘদিন প্রাথমিকের শিক্ষক নিয়োগ আটকে থাকায় স্কুলগুলোতে সৃষ্ট শিক্ষক সংকট নিরসনে প্রায় ৪৫ হাজার শিক্ষক পদে নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রণালয়। আগামী এপ্রিল মাসের মধ্যে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা আয়োজনের সিদ্ধান্ত নেয়া হয়েছে। জুলাই মাসে উত্তীর্ণ পরীক্ষার্থীদের নিয়োগ দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে।


প্রাথমিক শিক্ষক পরীক্ষা কত তারিখ?

প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা তারিখ কয়েকবার পরিবর্তন করা হয়েছে। প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সংশ্লিষ্ট কর্মকর্তা ও কর্মচারী এককে সময় এককে তারিখে পরীক্ষা নেওয়া কথা বলেছে। সর্বশেষ জানা যায় আগামী ১লা এপ্রিল থেকে পরীক্ষা শুরু হবে। সর্বমোট ৫ ধাপে পরীক্ষা সম্পর্ণ করা হবে।


কোন কোন তারিখে শিক্ষক নিয়োগ পরীক্ষা

  • ১ম ধাপের পরীক্ষা হবে আগামী ১ এপ্রিল অনুষ্ঠিত হবে
  • ২য় ধাপের পরীক্ষা হবে আগামী ৮ এপ্রিল অনুষ্ঠিত হবে
  • ৩য় ধাপের পরীক্ষা হবে আগামী ১৫ এপ্রিল অনুষ্ঠিত হবে
  • ৪র্থ ধাপের পরীক্ষা হবে আগামী ২২ এপ্রিল অনুষ্ঠিত হবে
  • ৫ম ধাপের পরীক্ষা হবে আগামী ২৯ এপ্রিল অনুষ্ঠিত হবে


প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সূত্র জানায়, প্রাথমিকের শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হওয়ার পর গত বছরের ১ আগস্ট থেকে ৩০ আগস্ট পর্যন্ত অনলাইনে ২৪ লাখের বেশি আবেদন জমা পড়েছে। নিয়োগ পরীক্ষার প্রশ্ন করা হবে ডিজিটাল পদ্ধতিতে। এ পরীক্ষায় লিখিত ও মৌখিক পরীক্ষা নেওয়া হবে।


প্রাইমারি শিক্ষক নিয়োগ সিলেবাস ২০২২

*

Post a Comment (0)
Previous Post Next Post