ওয়েবসাইট তৈরি করার নিয়ম : ওয়েবসাইট কিভাবে তৈরী করতে হয়?

আপনি জানেন কি, বর্তমান সময়ে ওয়েবসাইট তৈরি করা সবার জন্য আপনাকে টেক গিক বা প্রোগ্রামার হতে হবে না। সঠিক পদ্ধতি অনুসরণ ঘরে বসে নিজেই একটি ওয়েবসাইট তৈরি করে ফেলতে পারবেন আপনিও। তবে এক্ষেত্রে ওয়েবসাইট তৈরি করতে বসার আগে আপনাকে ওয়েবসাইট তৈরি করার নিয়ম সম্পর্কে জেনে নিতে হবে।

কিভাবে ফ্রি ওয়েবসাইট বানানো যায়, মোবাইল দিয়ে ওয়েবসাইট তৈরি, ওয়েবসাইট তৈরি করে আয়, কিভাবে নিজের নামে ওয়েবসাইট তৈরি করবো, নতুন ওয়েবসাইট Read more .jpg

কিভাবে ফ্রি ওয়েবসাইট বানানো যায় এই বিষয়টি জানতে আমাদের পুরো আর্টিকেলের সাথেই আপনাকে থাকতে হবে। কেননা আজকের এই আর্টিকেলটি ফলো করলে আপনি নিজেই নিজের ওয়েবসাইটটি তৈরি করে তাতে ইজিলি ইনকাম জেনারেট করতে পারবেন। চলুন দেরি না করে বিস্তারিত আলোচনায় যাওয়া যাক। 


ওয়েবসাইট তৈরি করতে কি কি প্রয়োজন?

ওয়েবসাইট কিন্তু এমনি এমনি তৈরি হয়ে যায় না। একটি ওয়েবসাইট তৈরি করতে বিশেষ কিছু ভার্চুয়াল উপকরণের দরকার পড়ে। চলুন এই পর্বে বিস্তারিত জেনে নিই ওয়েবসাইট খুলতে কি কি জিনিসের প্রয়োজন পড়েঃ-


ডোমেইন

পৃথিবীতে নাম ছাড়া কোনোকিছু হয় না। ঠিক তেমনই কোনো নাম ছাড়া ওয়েবসাইট কল্পনাই করা যায় না এবং এই ডোমেইন হলো একটি ওয়েবসাইটের নাম। আজকাল মার্কেটে শেষে ডট কম (.com) বা ডট নেট (.net) ইত্যাদি এক্সটেনশন যুক্ত বিভিন্ন ডোমেইন নেইম পাওয়া যায়। কেউ যদি একটি ডোমেইন কিনে বা রেজিস্ট্রেশন করে ফেলে তবে সেই ডোমেইন পরবর্তীতে কেউই রেজিষ্ট্রেশন করতে পারে না। 


হোস্টিং

ওয়েবসাইটের গুরুত্বপূর্ণ আরেকটি উপকরণ হলো হোস্টিং। ডোমেইনের মাধ্যমে আপনি শুধু আপনার ওয়েবসাইটের নামটি রেজিস্ট্রেশন করলেও ওয়েবসাইটটিকে রাখার জন্য কোনো স্থান কিন্তু নিশ্চিত করেননি। এক্ষেত্রে আপনাকে হোস্টিং এর শরণাপন্ন হতে হবে। যাতে আপনি আপনার ওয়েবসাইটের আর্টিকেল, ছবি, অডিও, ভিডিও ইত্যাদি জমা রাখবেন। আপনার হোস্টিংয়ে কত জিবি স্টোরেজ, কত ব্যান্ডউইথ থাকবে ইত্যাদি ঠিক করে যেকোনো মার্কেটপ্লেস থেকে আপনাকে একটি হোস্টিং প্যাকেজ কিনে নিতে হবে। 


এস এস এল সার্টিফিকেট

আপনার ওয়েবসাইটের ইনফরমেশন আরো বেশি নিরাপদ রাখতে চাইলে আপনাকে ওয়েবসাইটের এস এস এল সার্টিফিকেট নিশ্চিত করতে হবে। অধিকাংশ ডোমেইন রেজিস্ট্রাররাই এখন এই সার্টিফিকেট প্রোভাইড করে। 


সি এম এস

সি এম এস বা কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম হলো একধরনের স্ট্রাকচার। যা ডোমেইন-হোস্টিং কেনা হয়ে গেলে ইনস্টল করে নিতে হবে আপনাকে। 


থিম

একটি ওয়েবসাইটের ডিজাইন নির্ভর করে থিমের উপর৷ থিম ছাড়া কোনো ওয়েবসাইট সাজনো-গুছানো থাকে না। যা আপনার ওয়েবসাইটের পারফর্মেন্স বহুগুনে বাড়িয়ে দিতে সক্ষম। 


প্লাগিন

বিভিন্ন প্লাগিন ব্যবহার করে সহজেই কাস্টমাইজড ওয়েবসাইট বানানো যায়। এতে আপনি আপনার সাইটকে মনের মতো সাজাতে ও ব্যবহার করতে পারেন। 


ওয়েবসাইট তৈরির খরচ?

একটি ওয়েবসাইট তৈরিতে কত খরচ পড়বে তা সেই ওয়েবসাইটের উপকরণগুলির উপর নির্ভর করবে। সুতরাং উপকরণগুলির আলাদা আলাদা দাম বের করে মোট খরচ বের করা তুলনামূলক অযৌক্তিক বলে মনে করি আমি। তবে আপনাকে সুবিধার্ধে চলুন সে বিষয়ে একটা ধারণা নিয়ে ফেলা যাকঃ-


  • একটি এক্সটেনশন যুক্ত ডোমেইন (৮০০ টাকা থেকে শুরু)
  • একটি মাসিক বা বাৎসরিক হোস্টিং প্যাক (সরাসরি আমেরিকান হোস্টিং ১৩০০ টাকা থেকে শুরু এবং বাংলাদেশের এর দাম কম হলেও অনিরাপদ)
  • সিকিউরিটি পারপাস একটি SSL সার্টিফিকেট (১৫০ টাকা থেকে শুরু)
  • সাইটকে মনের মতো ব্যবহারের জন্য একটি কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম (ফ্রি)
  • একটি ওয়েবসাইট থিম (ফ্রি অথবা প্রিমিয়াম আপনার পছন্দ অনুযায়ী) 
  • কিছু গুরুত্বপূর্ণ প্লাগিনস (ফ্রি প্লাগিন্সই যথেষ্ট)


আশা করি এবার কিছুটা বুঝতে পেরেছেন যে একটি ওয়েবসাইট তৈরিতে আপনার কত খরচ পড়তে পারে সে সম্পর্কে। 


ওয়েবসাইট তৈরি করার নিয়ম কি?

ওয়েবসাইটের জন্য গুরুত্বপূর্ণ সব উপকরণ জোগাড় হয়ে গেলে আপনাকে আপনার ওয়েবসাইটের জন্য ওয়েবপেইজ ডিজাইন করার পদক্ষেপ নিতে হবে। এক্ষেত্রে আপনাকে টুকটাক এইচটিএমএল, সিএসএস, জাভাস্ক্রিপ্ট, সম্পর্কে জানতেই হবে।  


সব কাজ করা হলে এবার সকল নিয়মসমূহ মেনে কাজ করা হয়েছে কিনা তা যাচাই করা হবে। সবশষে আপনাকে টিউনিং সেট করার পাশাপাশি আপনার ওয়েবসাইট ব্যবহারের সুযোগ দেওয়া হবে। 


ইতি কথা

আমরা তো সকলেই কমবেশি ওয়েবসাইট থেকে ইনকাম করার খবর জানি। কিন্তু যারা এখনো ওয়েবসাইট তৈরির অভাবে কাজ শুরু করতে পারছে না আশা করি এখন থেকে তাতে সক্ষম হবো৷ আমাদের আজকের এই ওয়েবসাইট তৈরি করার নিয়ম সম্পর্কিত আর্টিকেল কেমন লাগলো জানাতে ভুলবেন না কিন্তু! পরবর্তী আর্টিকেল পেতে সাথেই থাকুন।

*

Post a Comment (0)
Previous Post Next Post