সয়াবিন তেলের পাইকারি মূল্য যাচাই

সয়াবিন তেলের পাইকারি মূল্য যাচাই


বেশ কিছু দিন যাবত বিভিন্ন সংবাদ মাধ্যমে দেখছি, আমদানিকারক, ও মন্ত্রনালয় কর্তৃপক্ষ সয়াবিন তেলের অস্বাভাবিক মুল্যবৃদ্ধির জন্য বিশ্ব-বাজারে ভোজ্য-তেলের মূল্য-বৃদ্ধি, জাহাজ ভাড়া বৃদ্ধির কথা উল্লেখ করে দায় এড়াতে মরিয়া!

সয়াবিন তেলের পাইকারি মূল্য, সয়াবিন তেল কোথায় পাওয়া যায়, আজকের তেলের দাম কত, তেলের দাম কত ২০২২, পুষ্টি সয়াবিন তেলের ডিলার, খোলা সয়াবিন তেল.jpg

জাস্ট কিউরিসিটি থেকে গতকাল পরিশোধিত সয়াবিন তেল (refined soybean oil) এর পাইকারি মূল্য যাচাই করতে গ্লোবাল এক্সপোর্ট-ইমপোর্ট কমোডিটিতে সয়াবিন তেলের পাইকারি মূল্য যাচাই করতে মেইল করে-ছিলাম।


মেইল এড্রেস: globalexportimportcommodity@gmail.com


তাদের রিপ্লাই থেকে জানলাম-


USA থেকে প্রতি মেট্রিকটন (১০০০ লিটার) পরিশোধিত তেলের মূল্য ৬৫০ ডলার অর্থাৎ (৬৫০*৮৬= ৫৫ হাজার ৯০০ টাকা, লিটার প্রতি মূল্য- ৫৫ টাকা ৯০ পয়সা।


এর সাথে শিপিং খরচ প্রতি মেট্রিক টন-গড়ে ৬৫ ডলার অর্থাৎ (৬৫*৮৬)= ৫৫৯০ টাকা, লিটার প্রতি- ৫ টাকা ৬৯ পয়সা।


মাদার ভ্যাসেল থেকে লাইটারে এবং লাইটার থেকে নির্ধারিত জেটিতে কন্টেইনারে লোড-আনলোড খরচ লিটার প্রতি গড়ে ৫ টাকা।


বোতলজাত-করণ প্যাকেজিং খরচ প্রতি লিটারে সর্বাধিক- ১০ টাকা


চট্টগ্রাম থেকে বাংলাদেশের যে কোনো প্রান্তে পরিবহন খরচ- লিটার প্রতি সর্বোচ্চ ৫ টাকা।


পরিশোধিত ভোজ্য-তেলের আমদানি শুল্ক- ১৪% হিসেবে প্রতি মেট্রিকটনের শুল্ক- ৭৮২৬ টাকা, যা লিটার প্রতি দাঁড়ায় ৭ টাকা ৮০ পয়সা।


এর সাথে যদি আমদানি-কারক (১০ টাকা) ডিপো (৫ টাকা) ডিলার (৫ টাকা) পাইকার (৫ টাকা) খুচরা (১০ টাকা) সবার মুনাফা ধরে যদি লিটার প্রতি আরো ৩৫ টাকা যোগ করি, তাহলে ভোক্তার নিকট পৌঁছানো পর্যন্ত,


লিটার প্রতি তেলের মূল্য দাঁড়ায়-

৫৫.৯০+৫.৫৯+৫+১০+৫+৭.৮০+৩৫= ১২৪.২৯ টাকা।


রপ্তানি-কারক থেকে ভোক্তার কাছে পৌঁছানো অবধি সকল ব্যয়ভার বহন ও সম্ভাব্য মুনাফা যোগ করেও লিটার প্রতি ১২৫ টাকায় সয়াবিন তেল পৌঁছানো সম্ভব, প্রয়োজন শুধু ইতি-বাচক মানসিকতা, স্বদিচ্ছা, সততা ও দেশপ্রেম।

*

Post a Comment (0)
Previous Post Next Post